আনুষ্ঠানিক প্রচারণার আগে নিজ বাসভবনের সামনে আয়োজিত জনসভায় ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন,"
আমাদের প্রধান টার্গেট হবে দুর্নীতির মূলোৎপাটন করা। কারণ জনগণের কল্যাণের পথে দুর্নীতি প্রধান বাঁধা। ফটিকছড়ি আর সন্ত্রাস আতঙ্কের এলাকা নয়, স্মার্ট ফটিকছড়ি হিসেবে গড়ে উঠবে। সর্বত্র হাই স্পিড ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হবে, বেকারত্ব হ্রাসে আইটি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। সকল প্রধান রাস্তা হবে ৪ লেনের, কোন সড়ক কাঁচা থাকবে না। ফটিকছড়ি হবে পর্যটন হাব। এখানে বড় বড় শিল্প কারখানা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প নগরী গড়ে তোলা হবে। ফলে অর্থনীতির গতি ও জীবনমান বাড়বে।
"কাউকে পেছনে ফেলে নয়" এই নীতিতে আমরা সকল নাগরিকের জীবনমান উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নেয়ার রূপরেখা ইতোমধ্যে প্রকাশ করেছি।
আমরা দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সাথে আছি। তাদের আশা আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেছি। এখন সময় এসেছে তাদের জন্য বৃহত্তর পরিসরে কিছু করার।
আমার শক্তি সততা, মানবপ্রেম ও জনগণের সাথে অটুট সম্পৃক্ততা। তাই আশা করি সচেতন নাগরিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে মানুষের ভাগ্যোন্নয়নে আমাকে সুযোগ করে দেবেন।
ফোন : 01860009993
মেইল : tanvir.md322@gmail.com
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.