আপডেট: ২০২৪-১০-০১
চট্টগ্রামের নতুন নগর পিতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি'র সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের ।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করেছ আদালত। শুধু তাই নয়, আগামী ১০ দিনের মধ্যে মেয়ের হিসেবে ডাক্তার শাহাদাতের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেছে আদালত।
আজ মঙ্গলবার (১ অক্টোবর)) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।
বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করে রায় প্রদান করেছে আদালত। একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐ মেয়র নির্বাচনে ডঃ শাহাদাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে প্রশাসনযন্ত্র ব্যবহার করে ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং ভোটারদের ভোটদানে বাধা দানের ব্যাপক অভিযোগ উঠেছিল। সে সময় রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ চট্টগ্রামের সাধারণ মানুষের অভিমত ছিল , " সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে ডাক্তার শাহাদত চট্টগ্রামের মেয়র হবেন " ।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়রপ্রার্থী
ডা. শাহাদাত হোসেন নির্বাচনের পর কমিশনার সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐ মামলায় বিবাদী করা হয়েছিল চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ, মো. জান্নাতুল ইসলামকে।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.