আপডেট: ২০২৪-০৯-৩০
কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আব্দুল মালেক কে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র (৫টি দা ও ২টি চুরি) উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন- কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আব্দুল মালেক (৪৫)। সোমবার দিবাগত রাতে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের রুমাই পাড়া এলাকা থেকে আজিজুল হকের পুত্র আব্দুল মালেক কে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নৌ বাহিনী ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র (৫টি দা ও ২টি চুরি) সহ ইউপির সদস্য আব্দুল মালেক ও মৃত সিরাজুল ইসলামের পুত্র আমির হোসেনকে আটক করা হয়। পরে, নৌবাহিনী জিজ্ঞেসাবাদের শেষে আমির হোসেনকে ছেড়ে দেয়া হয়। তবে, ইউপি সদস্য আব্দুল মালেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.