আপডেট: ২০২৪-০৯-৩০
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভুমি) নুর পেয়ারা বেগম, পেকুয়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহাবাজ শরীফ, পেকুয়া থানার প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) ইস্রাফিল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার,ইসলামিক ফাউণ্ডেশনর প্রতিনিধি মোঃ নুরুল হক সিকদার,বারবাকিয়া ইউপি'র চেয়ারম্যান এইচ এম বদিউল আলম,মগনামা ইউপি'র চেয়াম্যান ইউনুচ চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাী দল বি এন পি'র উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, বাংলাদেশ জামায়েত ইসলামীর সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুজ্জামান মন্জু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার ছাবের আহমদ,বীর মুক্তিযোদ্ধা অজিত দেব নাথ,উপজেলা পূজাঁ উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস,উপজেলা পূজাঁ উদযাপন সমন্বয়ক রমেশ বিশ্বাস ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধি হিরুন সরওয়ার।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব ক্রান্তি শীল, উপজেলা স্বেচ্ছাসপবক দলের সভাপতি আহাসান উল্লাহ, সাংবাদিক জালাল উদ্দিন,সাংবাদিক এফ এম সুমন,সাংবাদিক দেলোয়ার হোসেন,উপজেলা জামায়েতের আইন ও শ্রমকল্যাণ সম্পাদক ডাঃ নুরুল কবির, উপজেলা তথ্য অধি-দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভীন আকতারসহ সকল পূজাঁ মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকদ্বয়।
বক্তারা আজান ও নামাজের সময় পূজাঁর বাদ্যযন্ত্র ও মাইক বন্ধ রাখা, পূজাঁ মন্ডপ, প্রতিমা বিজর্সনের সময় সার্বক্ষণিক নিরাপত্তা বিধানসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা করার প্রতি গুরুত্বারোপ করেন। বক্তারা সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কষ্ক প্রস্তুত রাখাসহ সকল পুজাঁ মন্ডপে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। এছাড়াও পেকুয়া উপজেলায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী আসন্ন শারদীয় দূর্গাপূজাঁ উৎসবমূখর পরিবেশে পালনে সর্বাত্মক নিরাপত্তা প্রশাসনের পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে এবং উৎসব পালনে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য আগামী ০৮ অক্টোবর ২০২৪ ষষ্ঠী পুজাঁর মাধ্যমে শারদীয় দূর্গাপূজাঁ শুরু হয়ে ১২ অক্টোবর বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে। পেকুয়া উপজেলায় প্রতীমা পূজাঁ ৬ টি এবং ঘটপূজাঁ ৩ টিসহ মোট ৯ টি পূজাঁ মন্ডপে পুজাঁ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.