আপডেট: ২০২৪-০৯-২৯
কুতুবদিয়ায় আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা মৃত ছৈয়দ আহমেদের পুত্র মাওলানা আনোয়ার হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ হাজার টাকা হতে পারে। তবে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.