আপডেট: ২০২৪-০৯-২৯
কক্সবাজারের পেকুয়ায় লবণবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী আবদু সালামের মর্মান্তিক মৃত্য হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও সু-চতুর চালক পালিয়ে যায়। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে পেকুয়ার ব্যস্ততম এলাকা চৌমহনীর গোলচত্বরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবদু সালাম (৩৫) উপজেলার টইটং ইউনিয়নের বকসুমোড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে ও টইটং বাজারের একজন মুদির দোকানদার এবং ২ সন্তানের জনক।
দূর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
নিহতের ভাই কালু জানান, দুপুরে পেকুয়া বাজার থেকে দোকানের জন্য সওদা আনতে যাওয়ার সময় লবণবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আমার ভাইয়ের ২ টি ছেলে রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য সে বিগত আগেও একবার গাড়ি দূর্ঘনায় ১ পা হারিয়ে পঙ্গু হয়েছিল।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.