আপডেট: ২০২৪-০৯-২৭
মৌলভী বজল আহমদ প্রথম স্ত্রীর ছেলে-মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে দ্বিতীয় স্ত্রীর ও সন্তানদের নামে জমিজমা হস্তান্তর করার নানা চলচাতুরীর আশ্রয় নিচ্ছে এমনকি সন্ত্রাসীও ভাড়া করছে বলে কান্না জড়িত কন্ঠে অভিযোগ জানালেন মৌলভী আবু তৈয়ব।
অভিযুক্ত মৌলভী বজল আহমদ পেকুয়া সদর বাইম্যাখালী এলাকার মৃত আবদু ছমদের ছেলে ও উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর নতুন ঘোনা এলাকার কোরানিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্টাতা।
মৌলভী বজল আহমদের প্রথম স্ত্রীর ছেলে মৌলভী আবু তৈয়ব অভিযোগে জানান, আমার পিতা আমার মায়ের অলংকার স্বর্ণ ও নানার দেয়া টাকা দিয়ে উজানটিয়ার নতুন ঘোনার তথা সোনালী বাজারের তৎকালীন ব্যবসায়ী জানে আলম হতে ক্রয়কৃত ১ একর জমি বাবার দ্বিতীয় স্ত্রী ও তার ছেলে মেয়েদেরকে হস্তান্তর করার পাঁয়তারা করে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে আমার বাবা নন জুড়িশিয়াল স্ট্যাম্পে না দাবীর কথা লিখে আমি ও আমার বোন রোকেয়ার কাছ থেকে দস্তখত নেয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে। বাবার এ অনৈতিক আচরণ থেকে রেহায় পেতে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আমি বিচারে বসার জন্য বাড়িতে গেলে আমার ছোট মা ও ছোট ভাই কিছু ভাড়াটে লোক মিলে ধারালো দা নিয়ে আমাকে হামলা চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সটকে পড়ে। আমি বাবার এহেন বিমাতাসুলভ আচরণ থেকে রক্ষা পেতে সচেতন মহল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৌলভী বজল আহমদ অভিযোগ অস্বীকার করে বিচারের দিন বিস্তারিত জানাবেন বলে জানান।
উল্লেখ্য, মৌলভী বজল আহমদ বিগত ৩৫ বছর আগে প্রথম স্ত্রী আয়েশা বেগম প্রকাশ রূপবানের মোহরানা বাবদ স্বর্ণালংকার ও আয়েশা বেগমের পিতার কাছ থেকে যৌতুক হিসাবে নেয়া টাকা দিয়ে ঐ এক একর জমি ক্রয় করেছিল জৈনক জানে আলম সওদাগর প্রকাশ জানু সদর থেকে।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.