ভারতে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি
আপডেট: ২০২৪-০৯-২৭
ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে বিতর্কিত ব্যক্তি রামগিরি মহারাজের কটূক্তি এবং বিজেপি নেতা নিতেশ রান তা সমর্থন করার প্রতিবাদে কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও তৌহিদি জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা করেই প্রতিবাদ মিছিলটি বড়ঘোপ কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়ঘোপ লামার বাজার ফুলতলার সামনে গিয়ে শেষ হয়। পরে,সেখানে সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহাদত হোসাইন ভূট্টো, বড়ঘোপ আজম কলোনী জামে মসজিদের খতিব কুতুব উদ্দিন,ছাত্রদের পক্ষ থেকে এম রিদুয়ানুজ্জামান হেলালি,শফিকুল ইসলাম দিয়া,কুতুবদিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, ছাত্রনেতা তারেক প্রমুখ।
এছাড়া, শতাধিক সাধারণ শিক্ষার্থী ও তৌহিদি জনতা প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নেন।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.