হত্যার পর 'টেনশন কমাতে' লুডো খেলছিল

সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডের মূল হোতা সাদেক গ্রেপ্তার

 তানভীর আহমেদ

আপডেট: ২০২৪-০৯-২৭



সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডের মূল হোতা সাদেক গ্রেপ্তার

শহীদ লে.তানজিম হত্যা কাণ্ডের অন্যতম মূল হোতা মোঃ সাদেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদানকারী র‍্যাব কর্মকর্তা মোঃআনোয়ার হোসেন ফেসবুকে পোস্ট দিয়ে এটি নিশ্চিত করেছেন। তিনি লিখেন, "হয়তো জেনে আশ্চর্য হবেন, যখন আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের যৌথ আভিযানিক দল এই নরপশুর অবস্থানস্থল ঘেরাও করে ফেলছি, সেসময় তিনি বন্ধু-বান্ধব নিয়ে নির্বিকার ভঙ্গিতে লুডো খেলায় মগ্ন। ছিল খানাপিনার আয়োজনও।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞেস করেছিলাম, এমন নৃশংস হত্যাকান্ড সংঘটিত করার পর একজন মানুষ কীভাবে হৈ-হল্লা করে লুডো খেলতে পারে! সাদেকের জবাবের ভঙ্গি আরো নির্লিপ্ত- "স্যার, ঘটনার পর থেকে এত টেনশন লাগছিল যে, মনে হয় ব্রেইন আউট হয়ে পাগল হয়ে যাব। তাই চাপ কমাইতে বন্ধুবান্ধব মিলে একটু লুডো খেলতে বসছিলাম"।
মনে মনে ভাবলাম, হায়, এ-ও কি মানুষ???