আপডেট: ২০২৪-০৮-২১
চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩১ জন নারী কর্মীদের মাঝে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।
পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-০৩ শীর্ষক প্রকল্পের (আরইআরএমপি) নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ী প্রায় ৩৭ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
বুধবার (২১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মাসুমা জান্নাত।
উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলার RERMP- 3 এর সহকারী ট্রেনিং অফিসার মো. সাদ্দাম হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশল কার্যালয়ের কার্য সহকারী, কেমিউনিটি অর্গনাইজার তুতুল বাহার খানম উর্মিসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান ও পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.