কারামুক্ত হলেন বিএনপির আসলাম চৌধুরী

 সিটিজি বুলেটিন ডেস্ক

আপডেট: ২০২৪-০৮-২০



কারামুক্ত হলেন বিএনপির আসলাম চৌধুরী

দীর্ঘ আট বছর পর চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী। 

জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

তবে সকাল ৯টা থেকে বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা চট্টগ্রাম কারাগারের সামনে ভিড় করেন থাকেন। 

সকাল ১০টায় কারা ফটক থেকে বের হওয়ার পর দলীয় কর্মীরা বিভিন্ন স্লোগান দেয় এবং তাকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

কর্মীরা আসলাম চৌধুরী কে গলায় ফুলের মালা পরিয়ে দেন। এরপর ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি।

চট্টগ্রাম কারাগারের মূল ফটক থেকে বের হ‌ওয়ার পর সামনে মোটর সাইকেল ও পেছনে পিকআপ, ট্রাক সহ অন্যান্য গাড়ি বহর নিয়ে আসলাম চৌধুরীকে নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে র‌ওনা করেন। 

এর আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।

২০১৬ সালে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। 

আসলাম চৌধুরী'র সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তুমুল আলোচনা শুরু হয়। ওই মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এরপর তার বিরুদ্ধে ৭৬টি রাজনৈতিক মামলা হয়।

আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, “আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।