দীর্ঘ ৮ বছর পর বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন

 সিটিজি বুলেটিন ডেস্ক

আপডেট: ২০২৪-০৮-১৯



দীর্ঘ ৮ বছর পর বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন

সাড়ে আটবছর পর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী আগামী মঙ্গলবার কারামুক্ত হচ্ছেন।

আজ সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া তাঁর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবত স্থগিত ছিল।

 আগামীকাল আরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (১৯ আগস্ট)সকাল নয়টায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হবেন। এরপর তাকে বিএনপি নেতারা ফুলেল সংবর্ধনা জানিয়ে তার নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে  নিয়ে যাবেন।

পুরো উপজেলা প্রদক্ষিণ করে সীতাকুণ্ড পৌর সদরে এসে বক্তব্য রাখবেন আসলাম চৌধুরী। এরপর ফৌজদারহাট জলিলস্থ বাড়িতে পরিবারের সদস্যদের কবর জেয়ারত করে ফিরবেন ঘরে।

আওয়ামী লীগ সরকারকে হটাতে ২০১৬ সালের প্রথমদিকে ভারতে বসে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ উঠে আসলাম চৌধুরীর বিরুদ্ধে।

 দেশজুড়ে বিষয়টি আলোচনায় আসার পর ২০১৬ সালের ১৫ মে ঢাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।

তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।