আপডেট: ২০২৪-০৮-১৮
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইবনে আমিনের অপসারণ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার (১৮ আগস্ট) দুপুরে কাথরিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান ইবনে আমিনের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। এতে বিক্ষোভ অংশ নেয় দুই শতাধিক এলাকাবাসী।
এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, 'সাবেক এমপি মোস্তাফিজের সহযোগিতায় রাতের ভোটে অবৈধভাবে ইবনে আমিন চেয়ারম্যান হন। এরপর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করেছেন। অত্যাচার ও চাঁদাবাজি করেছে নিয়মিত। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এই চেয়ারম্যান আমরা আর দেখতে চাই না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।'
উল্লেখ্য: গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইবনে আমিন। এতে দীর্ঘদিন ধরে সরকারি সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী '
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.