চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাসেল-রাফির ভিডিওবার্তা :
আপডেট: ২০২৪-০৮-১৮
কোনো অনিয়ম-অভিযোগ পেয়ে নয়, প্রতিনিধি কমিটির প্রয়োজন নেই তাই বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও সহ-সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি। শনিবার (১৭ আগস্ট) পৃথক ভিডিওবার্তায় তাঁরা বলেন, আমাদের এই তিনটা ভাগের কিছু কাজ ছিল। সেই কাজগুলো শেষ হয়েছে। এখন আমাদের সেই প্রতিনিধি কমিটির প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সেই প্রতিনিধি কমিটি রাখছি না।
নিজেরা আলোচনা করে এ সিদ্ধান্ত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ওই ভিডিওবার্তায় তারা বলেন, আমরা নিজেরাই আলোচনা করেছি এবং যখন দেখেছি এই কমিটির আর কাজ নেই তখন আমরা কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সমন্বয়ক মোহাম্মদ ইমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই ঘোষণা দেন।
তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে যে সকল সমন্বয়ক কমিটি গঠিত হয়েছিল সব কমিটি আজ থেকে বাতিল। সমন্বয়ক পরিচয়ে কেউ যদি অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি করে তার ছবি তুলে রাখুন এবং আমাদের জানান।’ পোস্টের মন্তব্যে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমন্বয়কের পদ ব্যবহার করে কোথাও কোনো অনিয়ম হলে, তা দেখার জন্য ইমন মোহাম্মদকে দায়িত্ব দেন।
উল্লেখ্য, গত ১১ আগস্ট জেলা প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে চট্টগ্রাম নগর, দক্ষিণ ও উত্তর জেলায় তিনটি ইউনিট কমিটি গঠন করে। চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইউনিট প্রতিনিধিরা কাজ করবেন বলে জানিয়েছিলেন সমন্বয়ক রাসেল আহমেদ।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.