ত্যাগীরাই বিএনপির সম্পদ - সরোয়ার আলমগীর

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২৪-০৮-১৭



ত্যাগীরাই বিএনপির সম্পদ - সরোয়ার আলমগীর

গত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনার সরকারের আমলে ত্যাগী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ধান বনে, খালের চরে, এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে ছিল, ত্যাগীদের নাম পরিবর্তন করে লুকিয়ে থাকতে হয়েছিল। এই ত্যাগীদেরকে বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হবে না । এই সময় ত্যাগীরাই বিএনপি'র সম্পদ বলে উল্লেখ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর। 

শুক্রবার (১৬ আগস্ট) রাতে ফটিকছড়ি পৌরসভা আমান বাজার চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত, আহতদের সুস্থতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন। তিনি আরো বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত, দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছে। তাদের ধূসরদেরকেও একই ভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। 

উত্তরজেলা যুবদলের সহ সভাপতি আজম খাঁনের সভাপতিত্ত্বে ও সরোয়ার মফিজের সঞ্চালনায়
এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহিন, আবু তাহের সিদ্দীকী, মনসুর আলম চৌধুরী, মোশরাফুল আনোয়ার মসু, ফয়েজ তারেক, সাইফুদ্দীন, যুবদল নেতা আহমদ রশীদ চৌধুরী, সাইফুল হায়দার রাশেল, বেলাল বিন নুর, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন মেসি ও ছাত্রদল নেতা এম এ মাহফুজ।