নৌকায় উঠতে গিয়ে নিখোঁজ কুতুবদিয়ার জেলে শাহজাহান

 এআর আব্বাস সিদ্দিকী

আপডেট: ২০২৪-০৬-২৯



নৌকায় উঠতে গিয়ে নিখোঁজ কুতুবদিয়ার জেলে শাহজাহান

কুতুবদিয়ায় নৌকায় উঠতে গিয়ে সাগরের প্রচন্ড ঢেউ এবং  স্রোতের টানে শাহজাহান নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শাহজাহান (৩৩) ওই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটকুল পাড়া এলাকার মো. হোছাইনের পুত্র। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কাহার পাড়ার পশ্চিমে সাগর তীরে এ ঘটনা ঘটে। 

তখন শাহজাহান মাছ ধরার নৌকাটি উঠতে গিয়ে সাগরের ঢেউ এবং নিয়ন্ত্রণহীন স্রোতের টানে তলিয়ে যায় বলে জানান ওই ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ৭ নম্বর ইউনিটের টিম লিডার মো. নুরুল আমিন। তিনি জানান, বর্তমানে নৌকা নিয়ে শাহজাহানকে খোঁজা হচ্ছে। কুতুবদিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। আমরা সাগরপাড়ে অবস্থান করছি এখন। 

কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ জানান, বেড়ীবাঁধ থেকে কিছু দূরত্বে তিন জেলে নিয়ে নৌকাটি উল্টে গেলে একজন নিখোঁজ হয়। ওই নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাহানকে পাওয়া যায়নি।