প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

 প্রেস বিজ্ঞপ্তি

আপডেট: ২০২৪-০৬-০২



প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ১৬ জানুয়ারী-24 সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পোর্টাল pekua24.com এ প্রকাশিত "পেকুয়ায় প্রথম স্ত্রীর সন্তানদের বঞ্চিত করে অসুস্থ পিতার কাছ থেকে সম্পত্তি রেজিষ্ট্রী নেয়ার চেষ্টা অপর সন্তানদের" শীর্ষক সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা পিতার।
রবিবার দুপুরে সংবাদকর্মীর কাছে ভিডিও বক্তব্যের মাধ্যমে উল্লেখিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়ে বলেন, আমার প্রথম স্ত্রীর ছেলে আজিজুর রহমান আমার অবাধ্য হয়ে আমাকে প্রায় সময় শারিরীক ও মানুষিক নির্যাতন চালিয়ে আসছিল। এনিয়ে ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে শালিসের মাধ্যমে এক প্রকার সুরাহা করে দেয়। কিন্তু চেয়ারম্যানের সিদ্বান্ত না মেনে আমার স্থাবর-অস্থাবর সম্পত্তি একা কুক্ষিগত করতে বিভিন্ন চল-চাতুরীর অংশ হিসাবে আমার দ্বিতীয় স্ত্রীর সন্তানদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমি ও ছেলে-মেয়েদের মানহানি করে যাচ্ছে। সে সংবাদে আমাকে অসুস্থ দাবী করেছে। অথচ আমি পরিপূর্ণ সুস্থ মানুষ। সে ক্রয়কৃত সম্পত্তিকে তার নানার থেকে প্রাপ্ত সম্পত্তি দাবী করে চেয়াম্যানের কাছে অভিযোগ দিয়েছিল। অভিযোগ পাওয়ার চেয়ারম্যান বিজ্ঞ চেয়ারম্যান কাগজ পত্র ও সরেজমিনে এসে স্থানীয়দের সাথে কথা বলে তার অভিযোগটি মিথ্যা বলে রায় প্রচার করে। এর পরেও তাকে আমার খরিদা সম্পত্তি থেকে তার প্রাপ্য অংশ থেকে কিছু জমি বেশি দিয়ে বাড়ির পাশে নতুন একটি ঘর তৈরি করে দেয় বর্তমান আমার বসতবাড়ি থেকে নতুন ঘরে চলে যাবার শর্তে। এসময় স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান  সাহাব উদ্দিন একটি ননজুড়িশিয়্যাল ষ্টাম্পে উভয়পক্ষ থেকে দস্তখত নেয়। এখন শুনতেছি ঐ ষ্ট্যাম্প নিয়ে সে জমি বিক্রির কাগজ সৃজন করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু শর্তমোতাবেক সে ওখানে না গিয়ে দুই স্থানে জবর দখল করে রাখার জন্য আমাকে ও আমার মেয়ে জুবাইদাকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। তার এমন হুমকিতে আমি ও মেয়ে জুবাইদা নিরাপত্তাহীনতায় ভূগছি। অবাধ্য ও মাদকাসক্ত ছেলের অত্যাচারের কারণে আমার দু-স্ত্রীর ছেলে-মেয়েদের হিস্যা অনুযায়ী জমি বন্ঠন করে দেয়ার জন্য গণ্যমান্য লোকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলাম। আমার এ সিদ্বান্তের বিষয়ে দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের কোন প্রকার পরামর্শ বা প্ররোচনা ছিল না। অহেতুকভাবে ছেলে আজিজুর রহমান আমার সহায় সম্পদ কুক্ষিগত করতে এ দূর্ভিসন্ধীর আশ্রয় নিয়েছে। তার এমন মিথ্যা ও সাজানো সংবাদে প্রশাসনসহ পাঠক সমাজকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানাচ্ছি। অবাধ্য ও মাদকাসক্ত ছেলে আজিজুর রহমানের অহেতুক হয়রানি ও নির্যাতন থেকে বাচতে আমি আইনের দ্বারস্ত হব এবং প্রশাসনের সর্বোচ্ছ হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিবাদকারী,
মোঃ নুরুন্নবী (৬৫) পিতা মৃত আমির আলী
সাং দরগামোড়া ইউপি, টইটং, পেকুয়া-কক্সবাজার।