বাঁশখালীতে সিএনজি উল্টে এক শিক্ষার্থী নিহত, আহত ২

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২৪-০৪-০৯



বাঁশখালীতে সিএনজি উল্টে এক শিক্ষার্থী নিহত, আহত ২

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি উল্টে ইমতিহান সোলতানা (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট বোন আখিঁ আক্তার (১৭) এবং আরও একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। 

নিহত ইমতেহান সোলতানা ও আঁখি আক্তার  কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আজিম উদ্দিন সিকদার গ্রামের মরহুম মো. ফরিদুল আলমের মেয়ে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি অটোরিকশাকে  ওভারটেক করতে গিয়ে দ্রুত গতিতে আসা সিএনজি  হঠাৎ থামার চেষ্টা চালালে সেটি উল্টে খাদে পড়ে যায়। এ দূর্ঘটনায় তিন যাত্রী আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমতিহান সোলতানাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আবু ইউচুপ সিকদার বলেন,  নিহত ইমতেহান সোলতানা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ডির্গ্রী ৩য় বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম কোরিয়ান কোম্পানিতে চাকুরীরত ছিলেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় স্থানীয় মসজিদ মাঠে তাঁহার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। অপর, আহত ছোট বোন আঁখি আক্তারকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানান তিনি। 

এবিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সড়ক দূর্ঘটনায় কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।