আপডেট: ২০২৪-০৩-১৭
মহাসড়কে মই বসিয়ে পথচারীদের ডিভাইডার পার করানো যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। নারায়ণগঞ্জে শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনপ্রতি পাঁচ টাকার বিনিময়ে ওই যুবক ঝুঁকিপূর্ণ এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। রোববার রাতে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ তাকে আটক করে। আটক যুবকের নাম মো. রবিউল (২৬)।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন সাংবাদিকদের জানান, ওই যুবক পাঁচ টাকার বিনিময়ে যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলে সড়ক পারাপার করাতো।
এদিন বিকেলে মই ব্যবহার করে ডিভাইডার পার হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, সড়ক ডিভাইডারের পাশে হেলান দিয়ে মই রাখা হয়েছে। সেই মই বেয়ে পার হচ্ছেন পথচারীরা। এর বিনিময়ে টাকা নিচ্ছেন এক যুবক।
স্থানীয়রা জানান, পাঁচ টাকার বিনিময়ে এভাবে মই দিয়ে যাত্রী ও পথচারী পারাপার করছেন ওই যুবক। তবে তাকে নিয়মিত সেখানে দেখা যায় না।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.