কুতুবদিয়ার এড. রাসেল সিকদার
আপডেট: ২০২৪-০৩-১৪
কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য পদে নির্বাচিত হয়েছে কুতুবদিয়ার এড. রাসেল সিকদার। কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য পদে কুতুবদিয়ার ৬ আইনজীবীদের মধ্যে তিনিই বিপুল ভোটে সদস্য নির্বাচিত হন। এড. রাসেল সিকদার কুতুবদিয়া উপজেলা চৌকি আদালতের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করবেন।
গত ২৪ জানুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকি, সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর আনোয়ার।
এসময় ১৭ সদস্য বিশিষ্ট আইনজীবী কমিটি গঠন করা হয়। এদিকে, ৯২৭টি ভোটের মধ্যে ২ টি ভোট কেন্দ্রে ৮৭৭ টি ভোট গ্রহণ করা হয়েছে। কক্সবাজার সমিতি ভবন ৮০২ ও চকরিয়া উপজেলা কেন্দ্রে ৭৫ টি ভোট গ্রহণ করা হয়৷ দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী ১৭ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্যানেল বিহীন সহ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন একজন।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.