চট্টগ্রামে ১০০ টন খেজুর মজুদ, ধরা পড়লো নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তের অভিযানে

 তানভীর আহমেদ

আপডেট: ২০২৪-০৩-১৪



চট্টগ্রামে ১০০ টন খেজুর মজুদ, ধরা পড়লো নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তের অভিযানে

আমদানি ও ডলার সংকটের অভিযোগ তুলে ব্যবসায়ীরা বাজারে খেজুরের দাম বৃদ্ধি করলেও জেলা প্রশাসনের বহুল আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তের অভিযানে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন ইস্ট এশিয়াটিক ট্রেডিং করপোরেশনের গোডাউনে প্রায় ১০০ টনের ও বেশি নানা জাতের খেজুর মজুদের সন্ধান মিলেছে । 

আজ ( বুধবার) দুপুরে বেলা দেড়টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তের নেতৃত্বে বি আর টি সির ফলমন্ডিতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মূল্য তালিকা না টাঙ্গানোর জন্য সাফা মারওয়া ফুডস কে ৫০০০, আরোবা এন্টারপ্রাইজ কে ১০০০০ টাকা জরিমানা করা হয় । তিন কেজি মায়াবি খেজুর ২৮৫০ টাকায় ক্রয় করে ৪১০০ টাকায় বিক্রি করায় আলী জেনারেল ট্রেডার্স কে ৩০০০০ টাকা জরিমানা করা হয় । 

আলী ট্রেডার্সের এর   স্বত্বাধিকারী লিয়াকত আলী বলেন, " আইনের উর্দ্ধে কেউ নয় । তবে ফলমূলের ক্ষেত্রে আইন অনুযায়ী ২০% লাভের ব্যাপারটা আমার জানা ছিল না । আজ জানতে পারলাম "।


পরবর্তীতে ফলমন্ডির সবচেয়ে বড় খেজুর আমদানিকারক প্রতিষ্ঠান "আল্লাহর রহমত এন্টারপ্রাইজে" অভিযান পরিচালনা করলে সেখানে কাগজপত্র সব সঠিক পাওয়া যায়।  

এরপর গোপন সূত্রে খবর পেয়ে রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন ইস্ট এশিয়াটিক ট্রেডিং কর্পোরেশনের গোডাউনে অভিযান পরিচালনা করলে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সেখানে ১০০ টনের ও বেশী খেজুর মজুদ এর সন্ধান পায়। শীততাপ নিয়ন্ত্রিত এই গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠান খেজুর মজুদ করে রেখেছিলে বলে জানা যায় । দ্বিতল বিশিষ্ট উক্ত গোডাউনে প্রায় এক বছর পূর্বে মজুদ করে রাখা খেজুরেরও  সন্ধান পাওয়া গেছে। এসময় জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিকদত্ত আগামী ৭ দিনের মধ্যে উক্ত খেজুর বাজারে বিক্রির নির্দেশনা প্রদান করেন অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন ।

এই ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন , " প্রায় ১০০ টনের ও বেশী খেজুর এই গোডাউনে আমরা পেয়েছি । এখানে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের খেজুর মজুদ করে রেখেছিল । গত বছরের  কিছু খেজুরও এই গোডাউনে  মজুদ করে রাখা হয়েছে। সেই সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আগামী ৭ দিনের মধ্যে  সমস্ত খেজুর বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে " ।