আপডেট: ২০২৪-০২-২২
সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় ও বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো সেই ফারাজ করিম চৌধুরী বিয়ে । বেশ কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে নিয়ে চলছে ব্যাপক চর্চা ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি মসজিদে ইসলামি শরিয়ামতে তার বিয়ে হবে।
বিশেষ সূত্রে জানা গেছে, বিয়েতে পরিবারের সদস্যরা ছাড়াও ইসলামী স্কলারদের আমন্ত্রণ জানানো হয়েছে। রংপুরের মধ্যবিত্ত পরিবারের এক তরুণীকে বিয়ে করছেন ফারাজ। এ ছাড়া আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।
বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, সাদামাটাভাবে মসজিদে ইসলামী শরিয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন।
সম্প্রতি ফারাজ করিমের একটি বিয়ের কার্ড ও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
উল্লেখ্য, ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে । মানবিক ও ব্যতিক্রমী সামাজিক কর্মকান্ডের জন্য তিনি দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.