আপডেট: ২০২৪-০২-১৬
বিশিষ্ট সাংবাদিক, কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর সাবেক অর্থ সম্পাদক, চেরাগি পাহাড়স্থ এড ব্যাংকের স্বত্বাধিকারীরা এস এম জাহেদুল হক ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে যান। ১৬ ফেব্রুয়ারি জুমাবার সকাল ১০ টায় তাঁর প্রথম জানাযা কদমমোবারক মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মালেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। বিকেল পাঁচটায় সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনাস্থ গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, নিরহংকার ও কর্মঠ সাংবাদিক জাহিদুল হক জীবদ্দশায় জাহিদুল হক কিডনি রোগে আক্রান্ত অসহায় কিডনি রোগীদের পাশে দাঁড়িয়েছিলেন একাগ্র চিত্তে এবং অসহায় কিডনি রোগীদের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছিলেন কিডনি রোগী কল্যাণ সংস্থা ।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.