হেভিওয়েট বিদ্রোহীদের মনোনয়ন বাতিলে চিন্তামুক্ত চট্টগ্রামে নৌকার প্রার্থীরা
আপডেট: ২০২৩-১২-০৫
হেভিওয়েট বিদ্রোহীদের মনোনয়ন বাতিলে চিন্তামুক্ত চট্টগ্রামে নৌকার প্রার্থীরা
তানভীর আহমেদ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের ঘিরে বিভিন্ন স্থানে উত্তাপ ছড়ালেও মনোনয়নপত্র বাছাইয়ের দুইদিনে কিছু হেভিওয়েট বিদ্রোহীদের মনোনয়ন বাতিলে টেনশনমুক্ত হচ্ছেন নৌকা প্রার্থীরা। এতদিন বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ঘিরে গরম হয়ে উঠেছিল ভোটের মাঠ।
চট্টগ্রামে ১৬ আসনের মধ্যে চারটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা চিন্তামুক্ত রয়েছেন। রয়েছেন। তারা হলেন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বর্তমান সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এদিকে গত রোববার চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। গিয়াস উদ্দিনের প্রার্থিতা বাতিলে টেনশনমুক্ত হলেন নৌকা প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। রুহেল আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে। তবে রিটার্নিং অফিসারের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান গিয়াস উদ্দিন।
এদিকে, নির্বাচনী প্রচারণা শুরুর আগেই ভোটের মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীরা। নিজ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী সভা শুরু করেছেন। বিধি লঙ্ঘনের দায়ে একাধিক হেভিওয়েট প্রার্থীকে তলব করেছে নির্বাচন কমিশন।
গত রোববার থেকে মনোনয়পত্র বাছাই শুরু হয়েছে। গতকালও হয়েছে। প্রথম দিনে অন্তত ৫ হেভিওয়েট প্রার্থীর মনোয়নপত্র বাতিল করা হয়। দ্বিতীয় দিন গতকাল সোমবারও বাতিল হয় ৮ প্রার্থীর মনোনয়ন। এরমধ্যে কয়েকজন প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.