পেকুয়ায় কর্মী ও সুধী সম্মেলন করলেন জামায়াত ইসলামী

 প্রতিনিধি

আপডেট: ২০২৪-০৯-০৪



পেকুয়ায় কর্মী ও সুধী সম্মেলন করলেন জামায়াত ইসলামী

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বুধবার (৪সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে মধ্যম উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মী ও সুধী সম্মেলন অনুষ্টিত হয়।
জামায়াত ইসলাম উজানটিয়া ১ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় ও সাইফুল ইসলামের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হেদায়াতুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম আজাদ, সেক্রেটারী মাওলানা ইমতিয়াজ উদ্দিন,বারবাকিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম বদিউল আলম,উপজেলা সহ সেক্রেটারী মাওলানা দিদারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ,উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারী মাওলানা হাছান শরীফ।
বক্তব্য রাখেন, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল বশর,ডাঃ আবদুল হালিম ও ছাইফুল্লাহ বিন শরীফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন,কয়েক শতাধিক ছাত্রজনতার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যাতে বিফলে না যায় সেদিকে লক্ষ রেখে এবং এ দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,সাবেক ইউপি সদস্য মোঃ বজল,মাওলানা আবু তৈয়ব,মাওলানা মোঃ তারেক,মাওলানা ক্বারী আবদুল গণী,ছাত্রনেতা ইসমাঈল আকতার,মাষ্টার আজম নাছির উদ্দিন,নজরুল ইসলাম,সোনালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু ছালাম,ব্যবসায়ী মোঃ কাইছার ও মোজাম্মেলসহ সহস্রাধীক নেতাকর্মীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
নেতাকর্মীদের এ অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে বাংলাদেশে তাদের সাংগঠনিক ভীত অনেক শক্তিশালী।