আপডেট: ২০২৪-০৮-১৭
চট্টগ্রাম-১১ বন্দর -পতেঙ্গা আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ছাত্র আন্দোলনে গুলি করার নির্দেশদাতা হিসেবে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, সাবেক এমপি এম এ লতিফকে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই মামলায় শনিবার দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করা হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.