আপডেট: ২০২৪-০৫-৩০
রোববার যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের নবম আসর শুরু হবে। এবারের আসরে রেকর্ড ২০টি দল অংশ নেবে।
২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। তারা একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। দলের সংখ্যা ৪টি বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে ম্যাচও বেড়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ টাই হলে সুপার ওভার খেলা হবে। তাতেও নিষ্পত্তি না হলে আরেকটি সুপার ওভার খেলা হবে। সব টাই ম্যাচের ক্ষেত্রেই একই নিয়ম।
গ্রুপপর্ব বা সুপার এইটের কোনো ম্যাচ বাজে আবহাওয়ার কারণে বাতিল হলে বিজয়ী ঠিক করার জন্য প্রতিটি দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে। নক আউট ম্যাচের ক্ষেত্রে দুই দলকেই অন্তত ১০ ওভার করে খেলতে হবে।
সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে বৃষ্টি হলে অতিরিক্ত ১৯০ মিনিট অপেক্ষা করা হবে। এর মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.