লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা

 সিটিজি বুলেটিন ডেস্ক

আপডেট: ২০২৪-০৫-১৭



লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা

লা লিগা শিরোপা জেতা হয়নি। তবে রানার্সআপ হয়ে সুপারকাপে খেলার সুযোগ আছে। সেই পথেই এগোচ্ছে বার্সেলোনা। বৃহস্পতিবার আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ দুইয়ে থেকে মৌসুম শেষ করার পথে বড় ধাপ ফেললো তারা।

ফার্মিন লোপেজ করে বার্সাকে জেতান। ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট কাতালান জায়ান্টের। জিরোনা একই দিন হেরে দ্বিতীয় হওয়ার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে। দুই ম্যাচ হাতে রেখে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে তারা। চার পয়েন্টে এগিয়ে থাকা বার্সা আর এক ম্যাচ জিতলেই রানার্সআপ।

১৪তম মিনিটে ফোর্টের ক্রসে দুর্দান্ত হেডে বার্সাকে এগিয়ে দেন লোপেজ। ২৮ মিনিটে লামিনে ইয়ামাল পোস্টে আঘাত করে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেননি।

৪২ মিনিটে এম্বারবার শট দূরের পোস্টে না লাগলে প্রথম অর্ধে লিড ধরে রাখতে পারতো না বার্সা। বিরতি থেকে ফিরে গোল শোধ দিতে পারতো রেলিগশনে যাওয়া আলমেরিয়া। ভাগ্য খারাপ, লানজানোর শট পোস্টের বাইরে দিয়ে যায় ৪৭ মিনিটে।

৬৪তম মিনিটে সার্জি রবার্তোর পাস ধরে লোপেজ জাল কাঁপিয়ে বার্সাকে স্বস্তিতে রাখেন। সিনিয়র দলে প্রথম মৌসুমে সব মিলিয়ে ১০ গোল তার।