আপডেট: ২০২৪-০৪-২২
কক্সবাজারের পেকুয়া বাজারে কেয়া ডেন্টাল কেয়ার চেম্বার থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) ৩টার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার কেয়া ডেন্টাল কেয়ার ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত শাখাওয়াত হোসাইন (২৭) টইটং ইউনিয়নের সোনাইছড়ি কইডারপাড়া ৮নং ওয়ার্ড এলাকার মৃত শফিউল্লাহর পুত্র।
কেয়া ডেন্টাল কেয়ার প্রতিষ্টানটি পরিচালনা করেন শীলখালী এলাকার সৈয়দ এম এ মূসা।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় কেয়া ডেন্টাল কেয়ারের মালিক ডেন্টিস্ট সৈয়দ এম এ মূসা চেম্বারে ছিলেন না। নিহত শাখাওয়াত হোসাইন বিগত ২ মাস ধরে কেয়া ডেন্টাল কেয়ারে চাকুরীরত ছিল ।
প্রতিষ্টানের কর্ণধার সৈয়দ এম মূসা জানান, আমি সকাল থেকে বসতবাড়ির কাজে ব্যস্ত থাকায় চেম্বারে যায়নি। বিকাল ৩ টার দিকে খবর পাই কর্মচারী শাখাওয়াত আত্মহত্যা করেছে। কিভাবে এ ঘটনা ঘটল তা আমার প্রতিষ্টানের সিসি ক্যামরার ভিডিও ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সিসিটিভির ডিভাইস জব্দ করেছে। হত্যা নাকি আত্নহত্যা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.