আপডেট: ২০২৪-০৩-০৯
কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদে ৯নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। ওই ওয়ার্ডের তেলিয়া কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপ-নির্বাচনে জসিম উদ্দিন তালা প্রতীক নিয়ে ১ হাজার ৫৬ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বোরহান উদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৮ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার ছিল ২৫৬১। প্রদত্ত ভোট ১৭০২টি। নির্বাচিত ইউপি সদস্য নুরুল হকের মৃত্যুতে আসনটি শুন্য হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার নুরুল ইসলাম জানান, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদে ৯নং ওয়ার্ডের সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৫৬ ভোট পেয়ে জসিম উদ্দিন নির্বাচিত হন। এ উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য এ উপ-নির্বাচনে ৫ প্রার্থীরা হলেন, বোরহান উদ্দিন (টিউবওয়েল) ও তার স্ত্রী নার্গিস সুলতানা (মোরগ), জসিম উদ্দিন (তালা) ও তার ভাই শাহাবুদ্দিন (ক্রিকেট ব্যাট) এবং ইমতিয়াজ উদ্দিন (ফুটবল)।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.