আপডেট: ২০২৪-০২-১৬
চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর সাবেক অর্থ সম্পাদক, চেরাগি পাহাড়স্থ এড ব্যাংকের স্বত্বাধিকারীরা এস এম জাহেদুল হক গতরাত সাড়ে ৩টায় তিনি ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ ১৬ ফেব্রুয়ারি জুমাবার সকাল ১০ টায় তাঁর প্রথম জানাযা কদমমোবারক মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। বাদ আছর সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনাস্থ গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক জাহিদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও কলামিস্ট এম.এ.মাসুদ ।
এক শোক বার্তায় তিনি বলেন,
" সৎ, নির্লোভ, পরোপকারী, মানব দরদী জাহিদুল হকের মৃত্যুতে আমি শোকাবিভূত । উনার আকস্মিক মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে । জীবদ্দশায় জাহিদুল হক কিডনি রোগে আক্রান্ত অসহায় কিডনি রোগীদের পাশে দাঁড়িয়েছিলেন একাগ্র চিত্তে এবং অসহায় কিডনি রোগীদের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছিলেন কিডনি রোগী কল্যাণ সংস্থা । দেশ ও সমাজের জন্য উনার অবদান সমাজস্থ মানুষ আজীবন স্মরণ করবে শ্রদ্ধাচিত্তে । সর্বশক্তিমান মহান আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন এবং উনার শোকার্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন এই প্রার্থনা করছি মহান রাব্বুল আলামিনের নিকট " ।
© Copyright https://ctgbulletin.net/
Developed By Muktodhara Technology Limited.